ফরিদপুর-৩ আসনে এ. কে. আজাদের প্রার্থিতা বহাল

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ১১:৫৮ এএম
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। ছবি: ফাইল

দ্বৈত নাগরিকত্বের কারণে নিজ আসনের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের আপিলের প্রেক্ষিতে এরই মধ্যে প্রার্থিতা হারিয়েছেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক।

এবার এ. কে. আজাদের বিরুদ্ধে করা শামীমের আপিলও নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এ. কে. আজাদের প্রার্থিতা বহাল থাকল।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

গত ৯ ডিসেম্বর এ. কে. আজাদের হলফনামার দৈত্ব নাগরিকের তথ্য গোপন, সম্পদবিবরণী ও নির্ভরশীলদের বিষয়ে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ এনে ইসিতে আপিল করেন শামীম হক।

এআরএস