২৬ ও ২৭ তারিখ কালো পতাকা মিছিল

‘দেশের মানুষের সাথে নয় ভারতের সাথে আ.লীগের গভীর সম্পর্ক’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০১:০২ পিএম

উগান্ডা সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড,হাসান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে তিনি বলেন  বাংলাদেশের সাথে আমাদের গভীর সম্পর্কে রয়েছে এই মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‍‍`বাংলাদেশের মানুষের সাথে নয়,  ভারতের সম্পর্ক গভীর হয়েছে আওয়ামী লীগের সাথে।‍‍`

সোমবার (২২ জানুয়ারি)  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র সুসংগঠিত হয় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার বারবার উন্নয়নের দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করছে।

সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, দেশের উন্নয়ন হলে গ্যাস সংকট কেন, দ্রব্যমূল্যা উর্ধ্বগতি কেন, আমদানির জন্য নির্ভরশীল হয়ে থাকতে হয় কেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের নেতাকর্মীদের প্রতিদিন আটক করছে, মামলা থেকে জামিন নেওয়ার পর আবার আটক করছে পুলিশ।

বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিও জানান এই সিনিয়র নেতা।
আগামী ২৬ তারিখ প্রতিটি জেলায় কালো পতকা মিছিল এবং ২৭ তারিখ মহানগরে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন তিনি। 

এইচআর