সংরক্ষিত নারী আসন

‘আ’লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৩:০৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। 

বাকি দুইজন জাতীয় পার্টি থেকে হতে পারেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নারীনেত্রীরা বেশি গুরুত্ব পাবেন বলে জানান জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে সংরক্ষিত নারী আসনে দলের অবস্থান জানাতে এসে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন বাকি দুইজন জাতীয় পার্টির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

আরএস