হাফেজ বশির আহমাদকে ছাত্রলীগের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৯:৩১ পিএম

বিশ্বের ৮০ দেশকে হারিয়ে ইরানে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের কিশোর হাফেজ বশির আহমাদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ছাত্রলীগ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান তার হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও ফুল তুলে দেন।

সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিশ্বে দেশের মর্যাদা রক্ষায় বাংলাদেশের খেলোয়াড়, পর্বতারোহী, সাঁতারুদের মতোই দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাঁদের পৃষ্ঠপোষকতা করা রাষ্ট্রীয় দায়িত্ব।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান বলেন, ধর্মকে পুঁজি করে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান বশির আহমদ চান মক্কার ইমাম হতে, সত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সেবায় নিয়োজিত হতে চান।

আরএস