লেবার পার্টি

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার এই সরকারকেই নিতে হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৩:১১ পিএম

আওয়ামী লীগের একজন ওয়ার্ডের সভাপতিও অসুখ হলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়। সেখানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার। বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়ভার শেখ হাসিনার সরকার কে নিতে হবে।

আজ ২৫ জুন  মঙ্গলবার দুপুরে পল্টনের কালভার্ট রোড়ের দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ লেবার পার্টির দোয়া মাহফিলে বক্তারা এসব  কথা বলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র শরীফুল ইসলাম,যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান,ছাত্র মিশনের সভাপতি হাবিব উল্লাহ,সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।

বক্তারা আরো বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী। আজ আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বললে জেলে যেতে হয়।বেগম খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান আজও প্রাসঙ্গিক”।

বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন,‘বেগম খালেদা একজন আপোসহীন নেত্রী। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি রাজপথে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়ভার শেখ হাসিনার সরকার কে নিতে হবে’।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ছাত্র মিশনের সভাপতি হাবিব উল্লাহ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

বিআরইউ