১৯ দিন বন্ধ থাকার পর খুললো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১১:৪৮ এএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন দলের নেতাকর্মীরা। ১৯ দিন তালাবদ্ধ থাকার পর সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

শেখ হাসিনার পদত্যাগের পর এদিন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় রিপনের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

তিনি বলেন, কার্যালয় খোলার পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানিসহ নির্বাহী কমিটির অনেক সদস্য সেখানে যান।

গত ১৭ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো হয়। এর আগের রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ।

বিআরইউ