শাহবাগে অবস্থান, শেখ হাসিনার বিচার চেয়ে শিক্ষার্থীদের স্লোগান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০১:৩৭ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে শাহবাগে জড়ো হয়ে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী ‍‍`রেজিস্টান্স উইক‍‍` কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগে অবস্থান নেন।

বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকেন। কোটা আন্দোলনে ব্যাপক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচারের দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছেন।

দুপুর ১২টায় শেখ খবর পাওয়া পর্যন্ত কয়েক’শ শিক্ষার্থী-জনতা শাহবাগে অবস্থান নিয়েছেন। পূর্বঘোষিত এ কর্মসূচি আজ সারা দেশের সকল ছাত্র-জনতাকে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইএইচ