বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।
বলেছেন- গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে ছাত্র-জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে, তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র পুণরুদ্ধারসহ নানা বিষয়ে প্রশ্ন করে আলোচনায় ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতীয় প্রেসক্লাবে তাকে দেয়া সংবর্ধনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত ১৫ বছরে দেশছাড়া হয়েছেন অনেক সাংবাদিক।
বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পতভাবে ছাত্র-জনতার ঐক্য নষ্টের চেষ্টা চলছে, যা রুখে দেয়ার আহ্বানও তার।
এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মতপার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি।
অপরদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন কথা বলেন, শেখ হাসিনার বহুল আলোচিত ফোনালাপ নিয়ে।
ইএইচ