বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, দুর্গাপূজার মণ্ডপে পূজা করতে যায়নি। জামায়াতকে নিয়ে মণ্ডপ ভাঙার দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্র যেন বাস্তবায়ন করতে না পাড়ে সেকারণেই এবারের দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিয়েছে জামায়াতে ইসলামি ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
তিনি আরও বলেন, এই মণ্ডপ পাহারা নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের কু-মন্তব্য করে চলেছে। সেসকল কু-মন্তব্যকে কোরআন হাদিসের আলোকে প্রতিহত হরা হবে।
শনিবার (১৯ অক্টোবর) বেলা ১০ টায় নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া শাখার ওলামা বিভাগের আয়োজনে ইমাম ও ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এই দেশের বর্তমান সরকারের ওপর পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জ, সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরির পাঁয়তারা করা হচ্ছিল। সেই সকল ষড়যন্ত্র তারা যেন বাস্তবায়ন না করতে পারে, আমরা দেশের নিরাপত্তার জন্য পাহারা দিয়েছি। আমরা পূজা পাহারা দিতে যাই নি।
উপজেলার কাদিরাবাদ কিউ ক্লাব এন্ড ক্যাফেতে আয়োজিত সম্মেলনে উপজেলা আমীর ও ইমাম সমিতির সভাপতি এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল ইসলাম দলীয় নেতা-কর্মী ও দেশের জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
উপজেলা নায়েব আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ইমাম ও ওলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, নাটোর জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মীর নুরুন্নবী।
এছাড়াও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী সরকার, ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলম, উপজেলা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সুপারিন্টেন্ডেন্ট, কওমি মাদ্রাসার শিক্ষক/ছাত্রবৃন্দ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিআরইউ