তারেক রহমান

নামের সঙ্গে ‘দেশনায়ক বা রাষ্ট্রনায়ক’ ব্যবহার করবেন না

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১১:৫২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেছেন, আমার নামের পাশে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ সম্বোধন করবেন না।

মঙ্গলবার বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারলে আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্রে বিশ্বাসী সবার চিন্তার সম্মিলনে ৩১ দফা দিয়েছে বিএনপি। যখন কেউ চিন্তা করেনি তখন ২৭ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে আমরা। ৩১ দফার মধ্যে নতুন কোন ভাবনা থাকলে গ্রহণ করবে বিএনপি।

তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফা প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে হবে। জনসভা নয় উঠান বৈঠক করে ৩১ দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি না হলে কোন কিছুতে সফল হওয়া যাবে না। সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের জনগণের সামনে জবাবদিহিতা থাকতে হবে।

তিনি বলেন, ষড়যন্ত্র থেমে যায়নি। সব কিছু জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। যেকোন মূল্যে জনগণের গণতান্ত্রিক অধিকার এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা না থাকায় দেশের আজ বেহাল দশা। রাজনীতি রুগ্ন হলে সবকিছু রুগ্ন হবে।

শিক্ষার উপর জোর দিতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষা এবং শিক্ষকদের ওপর জোর দিতে হবে। এই লেভেলের শিক্ষকদের মূল্যায়ন করতে হবে।

ইএইচ