টুকু

ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:৪৭ পিএম

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান।  কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সকলকে আরও সতর্ক থাকতে হবে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল হকের ১৬তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটের মাধ্যমে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।

তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকতে চাই। এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। এ পরিচয় নিয়েই আমরা গর্ববোধ করি।

শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি শ্যামল হোড়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রয়াত পৌর চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুল হক সানু প্রমুখ।

ইএইচ