রুহুল কবির রিজভী

দিল্লির শাসকগোষ্ঠী এক রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিচ্ছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ১২:০৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।”

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি, এটাকে আমরা কখনোই বিক্রি করব না। পিন্ডির শাসন থেকে ছিনিয়ে আনা এই স্বাধীনতা দিল্লির কাছে সমর্পণ করার মতো রক্ত আমাদের নেই।”

রুহুল কবির রিজভী ভারতের শাসকগোষ্ঠীর সমালোচনা করে বলেন, “দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী আজ এক ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে সমর্থন দিয়েছে। অথচ এই শাসকগোষ্ঠী গোটা বিশ্বে গণতন্ত্রকামী দেশগুলোর নিকট নিন্দিত। ভারত যদিও গণতান্ত্রিক দেশ, তাদের শাসকরা বাংলাদেশের মানুষের আত্মশক্তি ও বীরত্বকে কখনোই বুঝতে পারেনি।”

বুধবার সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ শুরু হয়। কর্মসূচি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মাধ্যমে দিনব্যাপী লংমার্চ শেষ হবে।

বিআরইউ