যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্যাতনে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘চলতি মাসের ৬ তারিখে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে বিএসএফ। সেই রক্তের দাগ না শুকাতেই গতকাল ১৮ ডিসেম্বর (বুধবার) যশোর সীমান্তে বিএসএফের হাতে আরও তিনজন বাংলাদেশি নাগরিকের নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সাম্প্রতিক সময়ে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এটি কেবল গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার শামিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশ সরকার বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানালেও ভারত সরকার তা উপেক্ষা করে চলেছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভারত সরকারের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।’
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ভারত সরকারের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অন্যায় ও দমনমূলক আচরণ রোধে আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ইএইচ