রাজধানীর কদমতলী মধ্য থানা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
শুক্রবার বিকালে ঢাকার ঋষীপাড়া পূর্ব জুরাইন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী মধ্য থানার আয়োজনে ভিন্ন ধর্মালম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানটি ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী মধ্য থানার আমির মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য ফয়জুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্যামপুর কদমতলী জোনের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন।
এছাড়াও বক্তব্য দেন- থানা সেক্রেটারি আশ্রাফুল আলম সুমন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডি এম শাহজাহান, সৈয়দ আমিনুল ইসলাম, সার্জেন্ট মুজিবুর রহমান প্রমুখ।
রাজধানীতে অসহায় শীতার্ত হিন্দু ধর্মের মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, সীমিত সামর্থ্য সত্ত্বেও মানবতার কল্যাণে জামায়াতের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বলেন, সারাদেশে হঠাৎ তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে অথচ রাজনৈতিক দলগুলোসহ অনেকের সেদিকে খেয়াল নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে আমরা বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। এ নির্দেশ থেকেই জামায়াতে ইসলামী তার ৪ দফা কর্মসূচির মধ্যে ৩য় দফা কর্মসূচিতে সমাজসেবা কর্মসূচি অন্তর্ভুক্ত রেখেছে।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছিল। দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকল মানুষের সকল মৌলিক মানবাধিকার ভূলুণ্ঠিত করে রাখা হয়েছিল। দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করে নানা সংকট তৈরি করা হয়েছিল। বৈষম্য সকল স্তরে স্তরে পরিলক্ষিত হয়েছিল। সেজন্যই ছাত্র জনতা দেশে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে সকল বৈষম্যের কবর রচনা করতে এগিয়ে আসে, আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। বিগত ১৫ বছরে জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী অপশক্তির মত করে আর কেউ যেন এদেশের জনগণের ওপরে খবরদারি করার চেষ্টা না করে। এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করতে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তিনি দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সচেতন থেকে মানুষের কল্যাণে অবদান রাখতে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
এদিকে যাত্রাবাড়ী মধ্য থানার বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী মধ্য থানার বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৭ টায় যাত্রাবাড়ীর একটি মিলনায়তনে থানা আমির অ্যাডভোকেট এ. কে. আজাদ এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দীন, যাত্রাবাড়ী পূর্ব থানার নায়েবে আমির মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।
ওরিয়েন্টেশন সমাবেশে ২০২৫ সেশনে সাংগঠনিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল আলোচনা করা হয়।
ইএইচ