রাজধানীতে গভীর রাতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১১:৪১ এএম

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা সোহেল রানার উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার গভীর রাতে রাজধানীর পলাশী ও কাটাবন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ছাত্রদলের সদস্য সাগর, রাহাত, রউফ, আসিফ, মাহফুজ, সাদিক, তানভীর প্রমুখ।

ইএইচ