বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ক্ষমতার মোহে কেউ যেন স্বৈরাচার হওয়ার চেষ্টা না করেন।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের প্ররোচনায় ক্ষমতার মোহে কিছু ব্যক্তি নতুন করে ষড়যন্ত্র করছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ ক্ষমতার মোহে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, তবে জনগণ তাদের প্রতিরোধ করবে।
বুধবার রাজধানীর মিরপুর ১ নম্বর জি ব্লক ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর শাহআলী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, দীর্ঘ ১৭ বছরে বহু সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেব না।’
তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে।
দেশে স্থিতিশীলতা না আসার কারণ হিসেবে আমিনুল হক মন্তব্য করেন, কিছু মহলের ষড়যন্ত্রের কারণে এখনো পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসেনি। তিনি বলেন, ‘দীর্ঘ ৬ মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত যড়যন্ত্রকারীরা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে চলেছে। সব জায়গায় একটা শঙ্কা কাজ করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে আরও বক্তব্য দেন- চেয়াপারসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম ও মাহাবুব আলম মন্টু প্রমুখ।
ইএইচ