দেশে নির্বাচনের রোডম্যাপ জরুরি: এইচ এম রাশেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০১:৪৯ পিএম

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম রাশেদ দেশে নির্বাচনের রোডম্যাপের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্তব্য করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি দেশে ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য নেই, তাহলে দেশটি চলছে কিভাবে?’

রাশেদ বলেন, ‘দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি বেড়েই চলেছে, এগুলো যেন দেখার কেউ নেই।’

তিনি বলেন, স্বৈরতন্ত্রের পতনের পর জনগণ একটি গণতান্ত্রিক সরকার চায় এবং তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।

তিনি বলেন, “আমার মনে হয়, দেশে একটি নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং খুন, ধর্ষণ, রাহাজানি কমে যাবে।”

রাশেদ আরও বলেন, “অন্তবর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

ইএইচ