শাপলা চত্বরে গণহত্যা, মোদীবিরোধী আন্দোলন ও চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলন ও চব্বিশের ছাত্রজনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
লক্ষাধিক মানুষের উপস্থিতির জন্য প্রতিটির জেলার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হবে। এছাড়া সমাবেশের স্থান সম্পর্কে সভায় প্রাথমিক আলোচনা হলে চূরান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের উপর বলে জানান মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
তিনি আরও বলেন, কোরবানী ঈদের পরে হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
আগামী জুন মাসে সকল জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
ইএইচ