হজের ফিরতি ফ্লাইট: ৪১৯ হাজি দেশে ফিরলেন আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০২:১২ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী আজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে।

এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পোস্ট ফ্লাইট অপারেশনস এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।

আগত হজ যাত্রীদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজযাত্রীকে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঁইঞা।

এসময়ে উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহকসেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগত হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।

বিআরইউ