ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সরকার সব সময় বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। বন্যাদুর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার।
আজ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে চারশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির আরো অবনতি হলে, আশ্রয় কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।
ফরিদুল হক খান আরো বলেন, শেখ হাসিনা সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে। এ কারণে দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে এবারো আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। -বাসস
আরএস