সরকারি অর্থে হজে যাওয়ার সুযোগ বন্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৯:২৮ পিএম

পবিত্র হজ পালনে খরচ কমানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে ২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি বলেন, এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবেন না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় কেবল তারা যাবেন। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।

তিনি আরও বলেন, হজ নিয়ে আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

এদিকে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময় বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, উল্লেখিত সময়ের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে।

ইএইচ