ফোনের চার্জ শেষ পর্যায়ে, ব্যবহারে ক্ষতি কী

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৫:২১ পিএম

স্মার্টফোন আমাদের জীবনের এখন নিত্যসঙ্গী। গুরুত্বপূর্ণ কাজ তো বটেই, বেকার সময় কাটাতেও স্মার্টফোন এখন বড় সহায়ক হয়ে উঠেছে। দীর্ঘ ভ্রমণে কিংবা দীর্ঘ অপেক্ষার মুহূর্তগুলোতে হয়ত আমরা স্মার্টফোনে গেম খেলি, বই পড়ি কিংবা অন্য কোনো কাজ করি। এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, ফোনের চার্জ প্রায় শেষের পথে, তবু আমরা ফোন ব্যবহার করছি।

প্রশ্ন হলো— চার্জ শেষ পর্যায়ে কাজ করলে কি ফোনের কোনো ক্ষতি হয়?

উত্তর হলো,  চার্জ শেষ পর্যায়ে কাজ করলে ফোনের কিছুটা ক্ষতি আছে।  নিয়মিত এমন অভ্যাসে কিছু সমস্যা তৈরি করতে পারে।

এখনকার স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এগুলো নির্দিষ্ট চার্জিং সাইকেল অনুযায়ী কাজ করে।

ফোনের ব্যাটারি যদি বারবার ২০% বা তার নিচে নামে, তখনো ফোনে কাজ করা কিছুটা ঝুঁকিপূর্ণ। এতে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

চার্জ শেষ পর্যায়ে ফোনের পারফরম্যান্স ধীর হয়ে যেতে পারে, কারণ ফোনের প্রসেসর লো পাওয়ার মোডে চলে যায়। ফলে কমশক্তি ব্যবহার করে। তখন কাজ করা কঠিন হয়ে পড়ে।

ফোনের চার্জ কম থাকলে বেশি শক্তি খরচ হয়। ফলে অতিরিক্ত তাপ তৈরি হয় এবং ফোন গরম হয়ে যেতে পারে।

তাই ব্যাটারির চার্জ ২০%-৩০% এর নিচে না নামানোই ভালো। এতে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বজায় থাকে। মূলত, ৪০%-৮০% চার্জের মধ্যে ফোন ব্যবহার করা ভালো নিরাপদ।

বিআরইউ