‘উপদেষ্টার আত্মীয় ও শিবির সংশ্লিষ্টতা নিয়ে কথা বললেন তাসনীম জারা’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:৫৭ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।

সম্প্রতি নিজের সম্পর্কে প্রচার হওয়া কিছু মিথ্যাচারের বিষয়ে মুখ খুলেছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং তরুণ চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা, বর্তমান সরকারের একজন উপদেষ্টার আত্মীয়, ছাত্র শিবিরসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত থাকার বিষয়ে উঠা অভিযোগগুলো নিয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেছেন।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়গুলো নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেছেন যে:

১. উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার চাচী বা চাচাতো বোন নন।

২. তিনি কখনোই ছাত্র শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

৩. পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট তিনি অনলাইনে বিক্রি করেন না এবং তার ছবি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন এবং সেখান থেকে ডিসটিঙ্কশন সহ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করছেন এবং সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিক্যাল শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তার বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বড় পদে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে।

ইএইচ