উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৫:৪০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময় পেসার হাসান মাহমুদের বলে আঙুলে আঘাত পান সোহান। পরবর্তী ম্যাচ শেষে এক্স-রেতে দেখা যায় নুরুল হাসান সোহানের বাঁ-হাতের তর্জনিতে চিড়।

এ জন্য সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন জিম্বাবুয়ে সিরিজে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তর্জনির হাড়ে চিড় ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহান।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মিরপুরে সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোহান নিজেই।

বিসিবির মেডিকেল টিমের সিদ্ধান্তে তড়িঘড়ি করেই দেশটিতে যাওয়ার লক্ষ্যে ভিসার জন্য আবেদনও করেছেন এই ক্রিকেটার। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবেন তিনি।

এই ক্রিকেটারের চাওয়া আসন্ন এশিয়া কাপের আগেই পুরো ফিট হয়ে ওঠা। চলতি মাসের ২৭ আগস্ট দুবাইতে শুরু হবে এবারের এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই বছর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এবি