টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০১:০৩ পিএম

জিম্বাবুয়ে সফরের একটি ম্যাচেও টস জেতা হলো না বাংলাদেশ দলের। আগের পাঁচ ম্যাচের মতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও টস হেরেছে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচের মতো এবারও আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচের আগে তো রীতিমতো চোখ রাঙানি দিচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা। নিজেদের প্রিয় ফরম্যাটে এ জিম্বাবুয়েকেই হেসেখেলে হারানোর অভ্যাস বাংলাদেশের।

২০১৩ সালের পর টানা ১৯ ম্যাচে জয়। চলতি সফরে সে জয়যাত্রার সমাপ্তি ঘটে। এখন তো ২১ বছর আগের লজ্জা এড়ানোটাই একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে টিম বাংলাদেশের।

এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার এবাদত হোসেনের। 

এদিকে এক ম্যাচ পর দলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।


আমারসংবাদ/টিএইচ