সরাসরি এমন পারফরম্যান্স দেখতে পারা অসাধারণ: আইরিশ ফুটবলার

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৪:৪৮ পিএম

ব্রাজিল দুর্দান্ত খেলেছে। তাদের মেধাবী খেলোয়াড় রয়েছে। আজ রাতেও তা দেখলাম আমরা। সরাসরি এমন পারফরম্যান্স দেখতে পারা অসাধারণ। ব্রাজিলিয়ানদের জয়ের পর এমন মন্তব্য করেছেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন।

গতকাল রাতে দক্ষিণ কোরিয়া বধের ম্যাচে নেচে-গেয়ে প্রত্যেক গোল উদযাপন করেছেন নেইমার-ভিনিসিউসরা। এ সময় ব্রাজিলিয়ানদের ঐতিহ্যবাহী সাম্বা নাচকে প্রতিপক্ষের জন্য অসম্মানজনক মনে করেন রয় কিন।

আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক আইরিশ মিডফিল্ডার রয় কিন বলেন, ‘আমি এসব নাচ পছন্দ করি না। সত্যিকার অর্থে, এভাবে প্রতিপক্ষকে অসম্মান জানানো হয়।’

ম্যাচের ২৯তম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন। সতীর্থদের সঙ্গে সাম্বা নাচে গোল উদযাপন করে কোচ তিতের কাছে ছুটে যান তিনি। সেখানে তিতে সহ সকল কোচিং স্টাফ এবং বেঞ্চে বসা সতীর্থদের সঙ্গে নাচেন রিচার্লিসন।

রয় কিন বলেন, ‘প্রথমবার ঠিকাছে, আমি বুঝতে পারছি। তাদের কোচও নাচে সামিল হলেন! এটা অসম্মানজনক।’

নাচের সমালোচনা করলেও ব্রাজিলিয়ানের ছন্দে অ্যাস্টন ভিলা, নটিংহ্যাম ফরেস্টের প্রধান কোচের দায়িত্ব পালন করা রয় কিন মুগ্ধতা প্রকাশ করেন।

কেএস