হোয়াইটওয়াশ মিশন: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১১:৪৬ এএম

ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

ভারতকে এর আগেও ওয়ানডে সিরিজ হারানোর রেকর্ড আছে। ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বোলিং ঝলকে এশিয়ার পরাশক্তিদের মাটিতে নামিয়েছিল টাইগাররা। ওই সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওয়ানডেতে আর পারেনি। ২-১ ব্যবধানে হার নিয়ে সিরিজ শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।

এই ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল। যা কিনা হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস।

এই ম্যাচের একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলেননি পেসার তাসকিন আহমেদ, তিনি আছেন শেষ ম্যাচের একাদশে। নাজমুল হোসেন শান্ত ছিটকে গিয়ে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

টিএইচ