মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি : ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৪:২৪ পিএম

বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিততে আর মাত্র দুটি ম্যাচ জয়ের প্রয়োজন আর্জেন্টিনার। সেমিফাইনালে ক্রোয়েশিয়া বাঁধা পার হতে পারলে ফাইনালে ফ্রান্স কিংবা মরক্কোর বিপক্ষে লড়তে হবে মেসিদের। এখনও দুই ম্যাচ বাকি থাকলেও সুইডেনের সাবেক তারকা ফুটবলার ইব্রাহিমোভিচ মনে করেন, মেসির হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি।

ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপই শেষ বিশ্বকাপ মেসির জন্য। পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলা মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচের দাবি, মেসি যে এবারের বিশ্বকাপ জিতবে এটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে।

সর্বশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা, এরপর সময়ের হিসেবে ৩৬ বছর কেটে গেলেও ট্রফি উঁচিয়ে ধরা হয়নি আর্জেন্টিনার।

মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠবে উল্লেখ করে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

উল্লেখ্য যে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই বছর মেসির সাথে বার্সেলোনায় খেলেন ইব্রাহিমোভিচ। সূত্র : গোল ডটকম

এসএম