লাতিনদের কাছ থেকে শেখো, এমবাপ্পেকে ভিদাল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:১৯ পিএম

দুই অঞ্চলের ফুটবলের তুলনা করতে গিয়ে লাতিন আমেরিকা থেকে ইউরোপকে এগিয়ে রাখেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের আগে তার এমন মন্তব্যে ক্ষুব্ধ ছিল পুরো লাতিন। উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবল তারকারা।

কাতার বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জেতার পরই একে একে জবাব দিতে থাকেন অনেকে। সেই তালিকায় যুক্ত হয়েছেন চিলির মিডফিল্ডার আর্থুর ভিদাল। নিজ দল বিশ্বকাপে খেলতে না পারলেও এমবাপ্পের মন্তব্যটি যে ভালো লাগেনি, তা তার টুইটারেই স্পষ্ট, ‍‍`লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবল আবিস্কার করেছে।‍‍`

এমবাপ্পে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রাজিল এবং আর্জেন্টিনাকে টক্কর দেওয়ার মতো দক্ষিণ আমেরিকায় কোনো দল নেই। এতেই পার পেয়ে যায় তারা। ইউরোপের মতো সেখানে ফুটবলের বিকাশ ঘটেনি। বড় রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় না। গত কয়েক আসরে তারা আধিপত্য দেখাতে পারেনি। এ জন্য গত কয়েক আসরে ইউরোপই শিরোপা জিতে আসছে।‍‍`

এবি