বিপিএল ২০২৩ 

আজম খানের বিধ্বংসী সেঞ্চুরি, খুলনার সংগ্রহ ১৭৮

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০৮:৫৫ পিএম

মিরপুর শেরে বাংলায় ঝড় বইয়ে দিলেন আজম খান। পাকিস্তানি গ্রেট মঈন খানের ছেলে আজম খান সোমবার (৯ জানুয়ারি) বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন। চলতি আসরে এটাই প্রথম সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫ উইকেটে ১৭৮ রান তুলেছে খুলনা টাইগার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে বড় সংগ্রহ এনে দিয়েছেন খুলনা টাইগার্সকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে এটিই প্রথম সেঞ্চুরি।

৮টি ছয়, ৯টি চারে ইনিংস সাজান আজম। ৩৩ বলে ফিফটি পূর্ণ করা ডানহাতি ব্যাটার সেঞ্চুরি করতে খেলেন ৫৭ বল। ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান এ ক্রিকেটার। শেষ বলেও মারেন ওভার বাউন্ডারি। বাবার মতো উইকেটকিপিংও করেন আজম।

২৪ বছর বয়সী এ ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসে খুলনা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭৮ রান। দলটির ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪০ রান। নবম বলে রানের খাতা খোলেন। নড়বড়ে শুরুর পরও দু’বার জীবন পান ১৫ ও ৩১ রানে। ৩৭ বলে ৫টি চার ও একটি ছয় মারেন এ বাঁহাতি।

সাব্বির রহমান করেন ৭ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেনি দুই অঙ্ক। আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন।

টিএইচ