বিপিএল ২০২৩ 

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি বরিশালের

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৬:৫২ পিএম

পাকিস্তানের বিধ্বংসী ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বিধ্বংসী মিডল অর্ডার খুশদিল শাহকে এনেও কোনো লাভ হলো না। এখনও বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। সর্বশেষ শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের কাছে মাত্র ১২ রানে হেরে গেছে ইমরুল কায়েসের দল।

এই জয়ে বরিশাল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৪ ম্যাচে পয়েন্ট ৬। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট। ফরচুন বরিশালের করা ১৭৭ রানের জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস। খুশদিল শাহ ২৭ বলে ৪৩ রান করেও জেতাতে পারেননি কুমিল্লাকে। প্রথম ম্যাচে হেরেছিলো বরিশাল। এরপর টানা তিন ম্যাচ জিতেছে সাকিবের দল।

অন্যদিকে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে সকালে হেলিকপ্টারে করে নেয়া হয় চট্টগ্রামে। গিয়েই কুমিল্লার হয়ে খেলতে নেমে যান তিনি। কিন্তু তিনি ১১ বলে ১৮ রান করে আউট হয়ে যান। ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৪৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন বরিশাল অধিনায়ক। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাধে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বরিশাল। সাকিব ছাড়াও ২৭ রান করেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান, ২১ রান করেন শ্রীলঙ্কান ব্যাটার চতুরঙ্গ ডি সিলভা এবং ২০ বলে ২০ রান করেন এনামুল হক বিজয়।

কুমিল্লার হয়ে তানভির ইসলাম ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন নাইম হাসান এবং খুশদিল শাহ। জবাব দিতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেনি কুমিল্লার ব্যাটাররা।

সর্বোচ্চ ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন খুশদিল শাহ, ২৮ রান করেন ইমরুল কায়েস, ৩২ রান করেন লিটন দাস, ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ রিজওয়ান করেন ১৮ রান এবং ১৪ রান করেন চ্যাডউইক ওয়াল্টন। সাকিব আল হাসান ৩ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নেন ১ উইকেট। চতুরঙ্গ ডি সিলভা ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট।

টিএইচ