জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ইনজুরির কারণে দলে জায়গা হয়নি জায়দেন সিলসের। তার পরিবর্তে ডাক পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। দলে আরও অন্তর্ভুক্ত হয়েছেন গুদাকেশ মতি ও জোমেল ওয়ারিকেন।
বর্তমানে তিনি রিকভারির জন্য পুরোদমে চেষ্টা করে যাচ্ছেন। ইনজুরির কারণে বাদ পড়েছেন অ্যান্ডারসন ফিলিপস। দল থেকে বাদ পড়েছেন শামারাহ ব্রুকস।
শ্যানন গ্যাব্রিয়েল সবশেষ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলেছেন ২০২১ সালের নভেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে।
গত বছর সুপারফিফটি কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন এ তারকা। গ্যাব্রিয়েলের মতো ওয়ারিকেনও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন।
দল ঘোষণা করে প্রধান নির্বাচক দেসমন্ড হেইনস বলেন, গ্যাব্রিয়েল খুব অভিজ্ঞ একজন বোলার। সে ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের কন্ডিশন সম্পর্কে ওর ভালো করে জানা আছে। ২০১৭ সালে সেখানে সিরিজ জয়ের সময়ও ও দলের সঙ্গে ছিল।
ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, ত্যাগনারিন চন্দরপল, রোস্টন চেজ, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, রেমন রেইফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান ।
এআরএস