লিটন দাসকে বড় সুখবরের ইঙ্গিত দিল কেকেআর

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১২:৫৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বড় ধরনের সুখবর পেতে যাচ্ছেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। এমন ইঙ্গিত মিলেছে ইনস্টাগ্রামে পোস্ট করা কেকেআরের এক কমেন্ট থেকে।

জানা যায়, কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরিতে পড়েছেন। আসন্ন আইপিএলে শ্রেয়াস আইয়ার খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। 

আর শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়কত্ব করবেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। কলকাতা তাদের সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিতময় কমেন্ট করেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে ৫৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। লিটন এমন দুর্দান্ত ইনিংস খেলায় তাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে কেকেআর। মুহূর্তেই পোস্টে কমেন্ট করতে থাকেন ভক্তরা। আকাশ দে নামে একজন বেগুনি রংয়ের লাভ ইমুজি ব্যবহার করে পেশিশক্তি ও আগুনের ইমুজিও ব্যবহার করেন লিখেন, ‘লিটন দা’।

সেই ভক্তের কমেন্টের রিপ্লাইয়ে কেকেআর লিখে, ‘আমাদের অধিনায়ক’। কেকেআরের এমন রিপ্লাই প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হবেন লিটন দাস।

এআরএস