বাফুফের সেই সোহাগের গাড়ি ও কক্ষ পাচ্ছেন ইমরান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৮:৩৮ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে ফুটবল ফেডারেশনের গাড়ি ব্যবহার করতেন আবু নাইম সোহাগ। 

শুক্রবার সন্ধ্যায় নিষেধাজ্ঞার পর সেই গাড়ি বাফুফে ভবনেই রয়েছে। নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরান হোসেন তুষার। 

এই নিয়োগের পরই সোহাগের গাড়ি ও একজন গাড়ি চালক ইমরানের জন্য বরাদ্দ হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত হলেও সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আনুষ্ঠানিকভাবে নানা কাগজে স্বাক্ষর করেছেন। 

আবু নাইম সোহাগের কক্ষ গত তিন দিন বন্ধ থাকলেও খোলা হয়েছে। দশ বছর এই কক্ষ ব্যবহার করেছেন সোহাগ। সাবেক সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অনেক জিনিষপত্র রয়েছে এই কক্ষে, সেগুলো গোছানোর কাজ চলছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নামফলক এখনও বসানো হয়নি। শবে-কদর ও ঈদের ছুটির পরই সাধারণ সম্পাদকের কক্ষে বসবেন ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান। 

ইমরান এতদিন বসতেন সভাপতি কাজী সালাউদ্দিনের সামনে ছোট কক্ষে। ঈদের পর তিনি আলাদা রুমে বসবেন। তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্বটি অতিরিক্ত। এই দায়িত্বের জন্য তার সম্মানীও খানিকটা বৃদ্ধি পাবে।

এইচআর