বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করতে চান মিরাজ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৩:৩২ পিএম

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে নিজেদের দাপট দেখিয়ে আসা বাংলাদেশ এবারের বিশ্বকাপে কেমন করবে, সেটিই প্রশ্ন ক্রিকেট ভক্তদের কাছে।

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ হতে পারেন একজন দারুণ পারফরমার, যারা ভারতের মাটিতে বাংলাদেশের জন্য ভালো কিছু দেখিয়েছেন। এরই মধ্যে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মিরাজ ব্যাট হাতে ৬৭ রানে অপরাজিত ছিলেন এবং বল হাতেও উইকেটে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলের সর্বোচ্চ ৭৪ রান আসে তার ব্যাট থেকে। অনেকের দৃষ্টিতে সেরা অলরাউন্ডার এই মিরাজের দিকে নজর রাখার অনুরোধও করেন হর্ষ ভোগলের।

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশছাড়ার আগে নিজের অবস্থান ও দলের দাবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেহেদী হাসান মিরাজ।

তাকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময়ে দলের প্রয়োজনে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শান্তর সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরিও করেছেন। বিশ্বকাপেও তেমন ইনিংস (সেঞ্চুরি) খেলার স্বপ্ন দেখেন নিশ্চয়ই, সেটি কোন দলের বিপক্ষে?

মেহেদী মিরাজ উত্তরে বলেন, আমি যেহেতু পরে ব্যাট করি। সেহেতু আমার সেঞ্চুরি করার সুযোগ থাকবে কম। যে কারণে আমার ওপরে যারা ব্যাট করবে, তারা ভালো করলে সেঞ্চুরি করলে বেশি খুশি হব। আর আমারটা যদি বলেন, সুযোগ আসলে আবারও ভারতের বিপক্ষেই সেঞ্চুরি মারতে চাই।

তিনি বলেন, এশিয়ার উইকেটে খেলা হবে যেহেতু, চেষ্টা থাকবে নিজের সেরা বলগুলোই করার। ভারতীয় পিচে পেসার ও স্পিনার সবার জন্যই সুবিধা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিতে চাই। ভালো লাগবে তা হলে।

তিনি আরও বলেন, কোচিং প্যানেল নিয়ে বলতে হলে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি দেখেন প্রতিটা বিভাগের কোচই কিন্তু পরীক্ষিত। স্পিন কোচ বা পেস বোলিং কোচ তারা কিন্তু তাদের ক্যারিয়ারে বড় খেলোয়াড় ছিলেন। এ ছাড়া প্রধান কোচ তিনি কিন্তু অনেক সফল। সব কিছু ঠিক আছে এখন দেখা যাক কী হয়।

উল্লেখ্য, নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ভারতের বিপক্ষেই করেছিলেন মিরাজ।

আরএস