বাংলাদেশে পেশাদার বক্সিংয় এখন অনেকটাই এগিয়েছে। এর সূচনা হয়েছে আগেই। সুরো কৃষ্ণ চাকমা-আল আমিনরা একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। দেশে কিংবা দেশের বাইরে জয়ের মালাও পরছেন। বিশ্ব ও বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে পেশাদার বক্সিং নিয়ে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এর বর্তমান অবস্থা ও বিশ্ব পরিমন্ডলে সম্ভাবনা নিয়ে এক ওয়ার্কশপের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। প্রবন্ধে পেশাদার বক্সিংয়ের নানান দিক তুলে ধরা হয়। এর বর্তমান অবস্থা ও ভবিষ্যত সহ অনেক কিছুই উঠে এসেছে। এছাড়া ওয়ার্কশপের মাধ্যমে পেশাদার বক্সিংয়ের অনেক কিছুই জানা গেছে।
বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ও সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন। যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ^ আসরে তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে।
গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সংবাদমাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালের পর বাংলাদেশে খেলোয়াড়দের মধ্যে আয়ের নিরিখে শীর্ষে থাকবেন বক্সাররা।