রাত পোহালেই শুরু টি-২০ বিশ্বকাপের নবম আসর

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৪, ০১:৪৯ এএম

রাত পোহালেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ নবম আসর। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেট খেলা।

রোববার সকাল সাড়ে ৬টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি।

প্রথম ২০ দলের অংশগ্রহষে টি-২০ বিশ্বকাপ। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

এ গ্রুপে ভারত-পাকিস্তান, সঙ্গে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা।

বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওমান।

সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে খেলবে উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে টেক্সাস থেকে ৩ হাজার ২০০ মাইলেরও বেশি দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। যেখানে স্থানীয় রোববার সময় সকাল সাড়ে ১০টায় নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১১টি দেশের সাথে সহযোগি সদস্য ৯টি দেশও অংশগ্রহন করেছে।  সবমিলিয়ে ২০টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বসহ এবার বিশ্বকাপে সর্বমোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে গ্রুপপর্বে হবে ৪০টি ম্যাচ, সুপার এইট পর্বে ১২টি ম্যাচ; এ ছাড়াও দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ রয়েছে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইট পর্বে। দুটি সেমিফাইনাল শেষে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

ইএইচ