টি-২০ বিশ্বকাপ: আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে সূচনা ভারতের

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৪, ১২:১৮ এএম

সুপার এইটে এসে কিছুটা রানের দেখা মিলছে ভারতের। আজ কিংস্টনের উইকেটও ব্যাটিং বান্ধব ছিল। সেখানে দুইশর মধ্যে ভারতকে আটকে রেখে বোলিংয়ে ভালো নম্বর তুলেছিল আফগানিস্তান। ৪৭ রানের জয়ে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত।

বৃহস্পতিবার আগে ব্যাট করে আফগানদের ১৮২ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পারে আফগানিস্তান। এতে ৪৭ রানের জয় পায় ভারত। এই জয়ে সুপার এইটে শুভসূচনা করেছে রোহিত-কোহলিরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। ২৩ রানে ৩ উইকেট হারায় তারা। ৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ।

আজমতুল্লাহ ওমারজাইকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামলানোর চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই।

এরপর ১৭ বলে ১৯ রান করেন নাজিবুল্লাহ জাদরান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। ১৪ বলে ১৪ রান করে ফেরেন নবীও।

শেষ দিকে রশিদ খান (২) এবং নাভিন উল হক (০) আউট হলে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পারে আফগানিস্তান। এতে ৪৭ রানের জয় পায় ভারত।

ইএইচ