টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। ওপেনার হিসেবে পুরো টুর্নামেন্টেই ফ্লপ কোহলি। সেরাটা বুঝি শেষের জন্যই জমিয়ে রেখেছিলেন তিনি। ফাইনালে দল যখন ধুঁকছিল, চওড়া ব্যাটে খেললেন কোহলি।
এদিকে টি-২০ বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি।
ব্রিজটাউনে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি।
ফাইনালের ম্যাচসেরার পুরস্কার নিতে এসেই আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায়ের ঘোষণা দেন বিরাট কোহলি।
ইএইচ