মৃত ব্যক্তির সৎকার থামিয়ে কোপার ফুটবল ম্যাচে মগ্ন পরিবার!

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০৩:২৯ পিএম

বাড়িতে শোকের ছায়া। পৃথিবী থেকে চলে গেছে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান। হঠাৎই থামিয়ে দেওয়া হল সেই কাজ। চেয়ার নিয়ে এদিক-ওদিক বসে পড়লেন সবাই, জায়ান্ট স্ক্রিনে চালিয়ে দেওয়া হলো কোপা আমেরিকার ফুটবল ম্যাচ। শেষকৃত্য ছেড়ে তাতে মগ্ন পুরো পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

ধারণা করা হচ্ছে, ঘটনাটি দক্ষিণ আমেরিকার কোনো এক দেশের। কোপা আমেরিকা ফুটবল ম্যাচ চলছিল চিলি বনাম পেরুর। এদিকে পরিবারে শোক অনুষ্ঠান চলছে। কফিনে শোয়ানো মৃতদেহ। তবে এমন হাইভোল্টেজ ম্যাচ কি ছাড়া যায়? তাই ওই ঘরেই জায়ান্ট প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে চালিয়ে দেওয়া হল ম্যাচ। পরিবারের সদস্য থেকে আগত অতিথি, সকলেই চিলির জার্সি পরে দেখলেন ওই ম্যাচ। এমনকি কফিনের ওপরেও ফুলের তোড়ার পাশাপাশি জার্সি রাখা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলছে। একপক্ষ যেমন অবাক পরিবারের এই সিদ্ধান্তে, অনেকে আবার সাফাই দিয়ে বলেছেন, ‘প্রয়াত ব্যক্তি হয়তো ফুটবলের ফ্যান ছিলেন। শেষযাত্রাতে পরিবার তাঁর ভাললাগাকেই সম্মান জানিয়েছে। একসঙ্গে শেষ ম্যাচ দেখছেন।’

কেউ আবার মজা করে লিখেছেন, ‘ম্যাচের স্কোর দেখেও যদি উঠে না বসেন, তবে ওনাকে মৃত বলেই গণ্য করা হবে।’ 

আরএস