ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার বাঁহাতি পেসার জস হালের। ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্টে শুক্রবার (৬ সেপ্টেম্বর) লন্ডনের দ্যা ওভাল স্টেডিয়ামে তার অভিষেক হবে।
ম্যাথিউ পটের পরিবর্তে দলে নেওয়া হয় জস হালকে। সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে ইংলিশরা। এর আগেও ২০ বছর বয়সী এই ক্রিকেটার মার্ক উডের পরিবর্তে পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন।
তিনি কাউন্টিতে লেস্টারশায়াবের হয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। তার শারীরিক গঠন ও দক্ষতা জন্য ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের নজরে এসেছে। ইংল্যান্ড লায়ান্সের অভিষেক ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট খরচ করেছেন ৭৪ রান।
টেস্ট স্কোয়াডের পাশাপাশি এমাস শেষে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দলেও রাখা হয়েছে তাকে।
বিআরইউ