উপদেষ্টা আসিফ মাহমুদ

একই পদে দুই মেয়াদের বেশি নয়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৯:১৪ পিএম

খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন ব্যক্তিত্ব তাদের মতামত জানান।

দেশের ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এবং ফেডারেশনগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাধারণ নির্দেশনা তৈরি করছে।

নিজের বক্তব্যে সে নির্দেশনা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়। অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।’

মতবিনিময় সভায় দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথাও উঠে আসে আসিফ মাহমুদের কথায়, ‘ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।’

মতবিনিময় অনুষ্ঠানে প্রতিটি ফেডারেশন/এসোসিয়েশন থেকে একজন সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারি আমন্ত্রিত ছিলেন। ফেডারেশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের বাইরেও এসেছিলেন অনেকে। বিশেষ করে গত এক দশকে যারা বঞ্চিত, তাদের অনেকেই জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এসেছিলেন।

ইএইচ