জাতীয় দলে ফিরতে সবুজ সংকেতের অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫৮ এএম

ইনজুরি যেন নেইমারের পিছু ছাড়ছে না। ইনজুরির কারণে প্রায় সময় মাঠে বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। হাঁটুর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির কারণে পুরো এক বছর ধরে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে এবার মাঠে ফিরতে পারবেন এক শর্তে। ব্রাজিল দলের চিকিৎসকের সবুজ সংকেত পেলেই আল হিলারের হয়ে মাঠে ফিরবেন নেইমার জুনিয়র। তাছাড়া জাতীয় দলে ফেরাও নির্ভর করছে এই শর্তের উপর।

আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নেইমার ২১ অক্টোবর থেকে মাঠে ফেরার সম্ভবনা  রয়েছে। এজন্য ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অনুমতির অপেক্ষায় রয়েছে ক্লাবটি। ২৯ সেপ্টেম্বর  থেকেই দলের সঙ্গে অনুশীলন করছেন ব্রাজিলের এই তারকা। 
আল-হিলালের পরবর্তী ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে ১ নভেম্বর পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার কথা ব্রাজিলের। ১৫ নভেম্বরে ভেনেজুয়েলার ও ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেক্ষেত্রে ২১ অক্টোবর ক্লাবের হয়ে আল আইনের বিপক্ষের ম্যাচটি গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান তারকার জন্য।

এসকে/বিআরইউ