সাফ জয়ী নারী ফুটবল দলকে ক্রীড়া উপদেষ্টা অভিনন্দন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৪৬ এএম

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মর্যাদাপূর্ণ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।  

বাংলাদেশ নারী দল আগামীকাল (বৃহস্পতিবার) দেশে ফিরবে এবং বিকেল ৫টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতি নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল।

ইএইচ