অনূর্ধ্ব -১৭

তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৪১ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য র্যালি পরবর্তী টুর্নামেন্ট শুভ উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ। 

উদ্বোধনীয় খেলায় ৪ টি দল অংশগ্রহণ করবে, প্রথম পর্বে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সোনাপুর ইউনিয়ন পরিষদ একাদশ, দ্বিতীয় পর্বে চাঁচড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশ,খেলায় প্রতিদ্বন্দিতা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন— তজুমদ্দিনথানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো.শাহাজাহান, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দলের খেলা পরিচালক নিজাম উদ্দিন মাস্টার,তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি মো.মামুন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, মো. ছালেহ উদ্দিন, তার সহোযোগী ছিলেন মো.মোরশেদ,মো.লোকমান, ও দৈনিক কালবেলা পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মো. আবদুল মান্নান তামিম সহ পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। 

বিআরইউ