সৌদের ‘শ্যামা কাব্য’তে গাইলেন আতিয়া আনিসা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০২:০০ এএম

২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ছিল বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাটি। এতে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, রুনা খান, তানভীর, নীলা, মুনসহ আরও অনেকে। সিনেমাটি বেশ কয়েকটি ক্যাটেগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছিল।

‘গহীন বালুচর’ সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ইমন সাহা। সেই ধারাবাহিকতায় সৌদের নতুন সরকারী অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’রও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

আর এরই মধ্যে এ সিনেমার একটি গানের রেকর্ডিংয়ের কাজও শেষ করেছেন ইমন সাহা। তার সুর-সংগীতে এবারই প্রথম সিনেমায় প্লে-ব্যাক করেছেন এই সময় সিনেমার গানে আলোচিত সংগীতশিল্পী আতিয়া আনিসা। গানটি লিখেছেন বদরুল আনাম সৌদ।

গত রোববার রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। প্রথমবারের মতো ইমন সাহার সুর-সংগীতে সিনেমায় গান গেয়ে দারুণ উচ্ছ্বসিত আতিয়া আনিসা।

আতিয়া আনিসা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘শ্রদ্ধেয় ইমন সাহা স্যার অনেক গুণী একজন সুরকার-সংগীত পরিচালক। তাকে নিয়ে আমার মতো অতি ক্ষুদ্র একজন সংগীতশিল্পীর আসলেই বলার তেমন কিছু নেই। তার সঙ্গে কাজ করতে পারাটাই অনেক আনন্দের, সৌভাগ্যের। স্যার অনেক আগে থেকেই বলছিলেন আমাকে দিয়ে তিনি প্লে-ব্যাক করাবেন।

এবার তিনি দেশে ফিরে বলেছিলেন একটা জিঙ্গেল হলেও তিনি করবেন। দেশে ফিরে এই প্লে-ব্যাকের জন্য স্যারই আমাকে ফোন করেছিলেন। গানটি খুব চমৎকার একটি গান। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি খুব ভালোভাবে স্যারের মনের মতো করে গাইতে। জানি না কতটুকু পেরেছি। তা আসলে স্যারই ভালো বলতে পারবেন।’

এই গানে আতিয়া আনিসার সহশিল্পী অয়ন চাকলাদার। বাংলাদেশের সিনেমা হলে দর্শক ফিরিয়ে নিয়ে এলো যে সিনেমাটি, সেই ‘পরাণ’ সিনেমায় ‘চলো নিরালায়’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন আনিসা ও অয়ন। এরই মধ্যে গানটি ইউটিউবে ৫০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ‘চলো নিরালায়’ গানটি লিখেছেন জনি হক, সুর সংগীত করেছেন নাভেদ পারভেজ।

উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় আনিসা প্রথম প্লে-ব্যাক করেন। এরপর তিনি ‘শাহেন শাহ’, ‘পাপ-পুণ্য’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘দিন দ্য ডে’ সিনেমায় প্লে-ব্যাক করেন।