ফারিণকে নিয়ে রায়হান রাফির নতুন চমক ‘নিঃশ্বাস’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৩:৪৩ এএম

গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফির ছবি ‘পরাণ’। মুক্তির সপ্তম সপ্তাহে এসেও দাপট নিয়ে প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। ‘পরাণ’র সাফল্যের রেশ থামার আগেই এই নির্মাতা তার পরের ছবি ‘দামাল’র ঘোষণা দেন।

জানান, আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে দামাল। তবে এবার জানা গেছে ‘দামাল’ মুক্তির আগেই রাফির আরও একটি ফিল্ম মুক্তি পাচ্ছে। তবে এটি ওয়েব ফিল্ম। মুক্তি পাচ্ছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। ওয়েব ফিল্মটির নাম ‘নিঃশ্বাস’।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও ইমতিয়াজ বর্ষণ। টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষ, আশপাশ থেকে আসছে শর্টসার্কিটের শব্দ আর আলোর ঝলকানি। এর মধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল।

এ বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান। সে সঙ্গে খুব খুশি যে আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে, আবার ওটিটিতেও আসবে। চরকি আমার জন্য একটা সিনেমা হল। যারা হলে যেতে পারেন না তারা দেশ-বিদেশ থেকে চরকি দেখেন। নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, জনরা সবকিছুই আলাদা।’

এক বছরই ওটিটি ও হল মিলিয়ে এতগুলো সিনেমা কীভাবে বানাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে সিনেমার মধ্যেই থাকি। সিনেমার মধ্যে খাই, ঘুমাই। গল্পের মধ্যে থাকি। আমার জীবনটাই সিনেমা। আমি যখন থেকে সিনেমাতে কাজ শুরু করেছি, তখন থেকে এক সপ্তাহের জন্য ব্রেক নিইনি। আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। এজন্য দর্শককে এত এত সিনেমা উপহার দিতে পারছি।’

রাফির সিনেমার আয়োজনে সবসময় একটু ভিন্ন থাকে। তার সিনেমায় একটা অন্যরকম ভাষা থাকে। এমন কাজের পেছনে কেমন শ্রম দিতে হয়- জানতে চাইলে রাফি বলেন, ‘আমি আসলে দর্শককে ঠকাতে চাই না। দর্শক তো নিজের সময়, টাকা সব দিয়ে সিনেমাটা দেখে। তাদের ঠকালে তো আমাদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। জানি না নিশ্বাস-এর টিজার দেখে দর্শক কতটুক বুঝতে পেরেছেন, এই সিনেমার অনেক বড় একটা সেট বানানো হয়েছে। সেই সঙ্গে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৫০-৬০ জন আর্টিস্ট কাজ করেছেন। আমরা অনেক খেটে কাজ করি।’

সমপ্রতি চরকির অফিসিয়াল ফেসবুক পেজে এই সিনেমার একটি টিজার প্রকাশ করা হয়। তবে ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা জানানো হয়নি। যদিও পরিচালক রাফি জানিয়েছেন শিগগির মুক্তি পাবে।