এবার কলেজে কলেজে মোমেনার লাল জমিন

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:০৬ এএম

দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ ও টিভি নাটকের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী তার অভিনীত একক নাটক নিয়ে দেশ-বিদেশে মঞ্চস্থ করে যাচ্ছেন। এখন পর্যন্ত দীর্ঘ ১১ বছরেরও বেশি সময়ে মোমেনা চৌধুরী এই নাটকটির ৩০৭টি মঞ্চায়নে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এবার মোমেনার স্বপ্ন এই নাটকটি তিনি দেশের নানান জেলার কলেজে কলেজে মঞ্চস্থ করবেন।

এরই মধ্যে তিনি তার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে সংস্কৃৃতি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগও করেছেন। মোমেনা চৌধুরী আশাবাদী যে, দুই মন্ত্রণালয় থেকেই তিনি আশানুরূপ সাড়া পাবেন। মোমেনা চৌধুরী বলেন, ‘লাল জমিন বাংলাদেশের মঞ্চনাটকে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। একক নাটকের ক্ষেত্রে মঞ্চায়নের দিক দিয়ে এটি দৃষ্টান্ত স্থাপন করেছে ৩০০’রও বেশিবার মঞ্চায়নের দিক দিয়ে বিবেচনায়।

ধন্যবাদ সংস্কৃৃতি মন্ত্রণালয়ের কাছে, কারণ এই মন্ত্রণালয়ের সহযোগিতাতেই আমরা ‘লাল জমিন’ নাটকটি দেশের বিভিন্ন জেলায় মঞ্চস্থ করতে পেরেছি। এবার কলেজে কলেজে নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছে আমাদের। আমরা দুটি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আমার বিশ্বাস দুটি মন্ত্রণালয়ই ইতিবাচক সাড়া দেবে। যদি তা-ই হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী নভেম্বর থেকে ঢাকাসহ দেশের সবগুলো জেলাতেই কলেজে কলেজে লাল জমিন মঞ্চায়ন শুরু হবে। সব সময়ই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ দর্শকের আগ্রহের কারণেই ‘লাল জমিন’ আজ এতদূর আসতে পেরেছে। ‘শূন্যন রেপার্টরি থিয়েটার’র প্রথম প্রযোজনা ‘লাল জমিন’ রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্ত্তী।

এদিকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন মোমেনা চৌধুরী। বর্তমানে তিনি কায়সার আহমেদের ‘বকুলপুর রিটার্নস’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’, ওমর উজ্জ্বল ও হাবীব শাকিলের ‘সংসার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া শিগগিরই ভারতের নির্মাতা বিজয় জেনা পরিচালিত ‘বালিঘর’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে।

শিগরিই মুক্তি পাবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত মোমেনা চৌধুরী অভিনীত ‘রিক্সা গার্ল’ও আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’। দু’টি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেছেন। মোমেনা চৌধুরী অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে বেলাল আহমেদ’র ‘অনিশ্চিত যাত্রা’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’, গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’ (মোমেনার প্রথম সিনেমা), তৌকীর আহমেদ’র ‘অজ্ঞাত নামা’।