টাঙ্গাইলের মধুপুর উপজেলার ময়মনসিংহ রোডে অবস্থিত মেসার্স মধুপুর প্লাস্টিক হাউজে আরএফএলের এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শোরুমের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন এবং ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. তৌকিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, “স্থানীয় পর্যায়ে এ ধরনের শো-রুম আধুনিক পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু।
বক্তব্য পর্ব শেষে মোনাজাত করা হয় এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইএইচ