Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

শাড়ি পরে পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে যাবেন বিশ্বব্যাংক প্রতিনিধি

মো. মাসুম বিল্লাহ

জুন ১৮, ২০২২, ০৪:০৯ পিএম


শাড়ি পরে পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে যাবেন বিশ্বব্যাংক প্রতিনিধি

শাড়ি পরে পদ্মাসেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। ঢাকার বিশ্বব্যাংক কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, মার্সি টেম্বন পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকার থেকে আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি যাবেনও।

প্রসঙ্গত, ২৫ জুন পদ্মাসেতু উদ্ধোধনের কথা রয়েছে। পরদিন সকাল ৬টা থেকে এ সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই জানিয়েছিলেন, পদ্মাসেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে।


ইএফ

Link copied!